সোমবার

বীজেশ সাহা : খালাসিটোলা ও হাংরি জেনারেশন

খালাসিটোলা । নামেই মালুম প্রলেতারিয়েত শ্রেণির মানুষের ঠেক । এই ঠেকই বাংলা সাহিত্যে কারুকার্যময় মিথ হয়ে উঠেছিল বাবু কলকাতার কবি-সাহিত্যিক-সিনেমা পরিচালকদের মুখরোচক গপ্পো-কথায় । কমলকুমার মজুমদার-এর হাত ধরে নবীন কৃত্তিবাসিয় কবি-লেখকেরা খালিসিটোলায় দেশি মদের নিয়মিত মজলিশ বসিয়েছিলেন । এঁদেরই অনুপ্রেরণায় পরবর্তীকালে হাংরি জেনারেশন আন্দোলনের কবি-সাহিত্যিকেরা এখানেই উদযাপন করেছেন জীবনানন্দের জন্মদিন । তারপর বাগজোলা খাল দিয়ে যত জল গড়িয়েছে, তত বাবু কলকাতার উঠতি কবি-লেখকদের ভিড় বেড়েছে কে.টি. অর্থাৎ খালিসিটোলায় । খালিসিটোলা এক সময় ছিল বাংলা সাহিত্যের ফরাসি-সৌরভ । নব্য আঁতেলদের "হাওড়ার বড়ো ঘড়ি" । তাই এবারের অন্যতম কৃত্তিবাসি মেগার বিষয় খালাসিটোলা ।
                                                             

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন