সোমবার

রঞ্জন রায় : হাংরি ভাবনা, উত্তরসূরীর চোখে

হাংরি ভাবনা :উত্তরসূরির চোখে 

হাংরি ...মানে ক্ষুধার্ত !সমকালের প্রাতিষ্ঠানিক পানাপুকুরে একটি তরঙ্গ;

1.1962 র এপ্রিল ..মলয়, দেবী রায় আর শক্তি মিলে হাংরি বুলেটিন ছাপলেন ! 

শৈলেশ্বর ঘোষ যদিও এই সময়টিকে বললেন ...অস্পষ্ট সূচনা (পড়ুন ..হাংরি জেনারেশন আন্দোলন বইটি )

বিতর্ক যাই থাক ...হাংরি চেতনার প্রকাশ হলো !মলয় বললেন ....'শিল্পের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কবিতা সৃষ্টির প্রথম শর্ত '!লিখলেন তাঁর ..প্রচন্ড বৈদ্যুতিক ছুতার ..মধ্যবিত্ত মানসিকতায় সাহিত্য শেষ হয়ে গেল নোংরামিতে !অশ্লীল সব লেখা !পরিবারের সামনে পড়া যায় না !

ফাল্গুনীর সেই লাইন ....."ভাইফোটার দিনে বোনের বুক থেকে সরে যায় আমার অস্বস্থিময় চোখ "..গেল গেল রব !1964 র 20 ডিসেম্বর আমেরিকার "টাইম "পত্রিকা লিখল .."ইন্ডিয়া :দি হাংরি জেনারেশন "নামে !চারদিকে রই রই !সরকার মাঠে নামল !পুলিশ অস্ত্র ধরল !উত্পল বসু ,শক্তি ...এঁরা ভয়ে পালালো !অনেকেই জেলে গেলেন ..আরো নানা গল্প !তবু হাংরি মরে নি ..যেমন নকশালরা !এসব জানা ইতিহাস ....

আমার কয়েকটি পর্যবেক্ষণ ..1.শক্তি কী করে হাংরিদের বললেন .."উল্লুকের দল ...নষ্ট প্রতিভা !

2.অশ্লীলতার দায়ে মলয় রায়চৌধুরীর  শাস্তি হলো !


কিন্তু বুদ্ধদেব বসু "তপস্বী ও তরঙ্গিনী " লিখে সমকালে সাহিত্য একাডেমি পেলেন !ওই নাটকেও অশ্লীলতা ছিল !তবে একটু আড়াল রেখে !
3.আজও হাংরিরা অচ্ছুত !যদিও ঘরে বসে কাগজ টিভি সবখানে জাপানি তেল ...বুলেট ক্যাপসুল খেয়ে সঙ্গম করে খাট ভাঙ্গার রসালো গল্প ...লিঙ্গ বর্ধক যন্ত্রের খবর গিলি সবার সঙ্গে !আমার 12 বছরের ছেলে ওর মাকে বলে ..মা ,এটা কিন্তু ছেলেদের তেল !হায় ! সংস্কৃতি !


ইতিহাস বিকৃত হয়ে যায় !নষ্টামি থেমে থাকে না !গিরগিটির পৌষ মাস চলছে !তরমুজ বিকেল দেখি দিগন্তে !
মৃত কৃমি ঘটা গল্প আর কতকাল ?

                                                 
                                      Debi Roy with an admirer

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন