সোমবার

মিথ্যাবাদী শৈলেশ্বর ঘোষ

শৈলেশ্বর ঘোষ বলছেন :-
১৯৬৩ তে একটি লিফলেটে আমার ছোটো একটি লেখা, "তিন বিধবা" প্রকাশিত হলে, পুলিশি তত্পরতা শুরু হয় I ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে লোক কফি হাউসেই আমাকে এনিয়ে শাসানি দিতে থাকে I অনেকেই এই কবিতাটিকে অশ্লীল বলে মন্তব্য করে I
____________________________________________

তিন বিধবা গর্ভ করে শুয়ে আছি পুণ্য বিছনায়
হে ঘোড়া, কলকাতায় তিন গেলাস স্বাস্থ্যসুধাপান
পরিত্রাণবিহীনতা হাসে পুরুষের নামাবলীগীতা
ধাতুধর্ম সাতবার গড়াগড়ি খায়- তিন বিধবা
দক্ষিনসাগরে বায়ুসেবী বেড়াতে যায়-
তেত্রিশ দেবতা ফলভোগী- চাষা মাশুল গুনে দেয়
পুণ্যচোর সদর দরজায়- গৃহস্থের মেয়েরা সব
আইবুড়ো ঘুম জেগে সারারাত খিল তুলে দেয়
পুরানগীতা পড়ে কুলধর্ম রক্ষা শেখে, ঘোড়া তুমি
রেশমগুটিপোকায় প্রেম দিলে হৃদয় কোথায় !
গীতাধর্ম পাঠ শুনে কুকুরের অশুকোষে ধাতুমুদ্রা জমে
ঘোড়া তুমি তেত্রিশ কোটি পুণ্যের গায়
নামাবলী লেখো হৃদয় কোথায় ?
তিন বিধবা গর্ভ করে শুয়ে আছি পুণ্যধর্মহীন
রহস্যতলায় হে ঘোড়া
পরিবহনযোগ্য রাস্তা বহুদূর শূন্য পড়ে আছে !

কেন মিথ্যা:-
( কবিতাটি লিফলেটে প্রকাশিত হয়নি । প্রকাশিত হয়েছিল সতীন্দ্র ভৌমিক সম্পাদিত 'এষণা' পত্রিকায় । হাংরি আন্দোলনে শৈলেশ্বর ঘোষের একটি কবিতা প্রকাশিত হয়েছিল, যেটি  তিনি মুচলেকায় উল্লেখ করেছেন । কলকাতায় মলয় রায়চৌধুরীর অবর্তমানে তিনি মিথ্যার দোকান খুলেছিলেন এবং প্রচুর ক্রেতা যোগাড় করে ফেলেছিলেন । প্রধান ক্রেতা শঙ্খ ঘোষ । )
                                      

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন