শুক্রবার

প্রদীপ চৌধুরীর কবিতা : ঘুমানো জিভের কাছে

ঘুমানো জিভের কাছে
প্রদীপ চৌধুরী

ঘুমানো জিভের কাছে এবার আমার
শিথিল হাতের কারচুপি, ৬৬ কালো সুখ
বিশাল প্রহার হয়ে, আমাকেও, ভুল জন্ম
আকাশের মতো এক অমরতা ঘিরে থাকে

খোলা গ্যারেজের মুখে নপুংসক কুকুর
সারারাত স্মৃতি-কবিত্বে ভোগে অতুলনীয়
পলেস্তারা ভেদ করে গাছের শিকড়—
শুক্রবার
বারোটার পর থেকে নারীর শরীর থেকে
সমুদ্রের শ্বাস ভেসে আসে

ঘুমের বড়ির চেয়ে আজ লোভনীয় মনে হয়
তোমার হাতের চাবি, আজ তোমাকেও চাই
ব্যথার বদলে তুমি ব্যথা দাও, যৌনতার পরিবর্তে
তুমি দাও ঘুমের অসুখ, গীর্জার ঘণ্টার মতো
চিলকে ওঠো তুষার-শয়নে—

এরপর থেকে এই সুখ শরীরহীনতা
গিঁথে যায় শরীরে আমার, “আগুন আগুন”
শব্দে ডেকে উঠতে ভয় হয় অন্ধকার পার্কের ভেতর
বিবর ঘুমের ঘোরে নায়েগ্রা প্রপাত—
স্বপ্নের ভেতর এই শতাব্দীও শেষ হয়;
আমি জাগি, অসহায় শিশুর ক্রেড্‌ল-এ

সারা পথ জুড়ে আমি দেখেছি
বকুল, দীর্ঘ মাঠ জ্যোৎস্নার ভেতর শুয়ে আছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন