সোমবার

অরুণেশ ঘোষ : হাংরি জেনারেশন

''জীবনানন্দের পর সংকীর্ণ হয়ে আসছিল সামগ্রিক চেতনা ।রুদ্ধ হয়ে গিয়েছিল জীবনের স্রোত ,খণ্ড খণ্ড দ্বীপের মত বিভক্ত হয়ে যাচ্ছিল এই ভাষা ও সাহিত্য ।সৃষ্টিশীলতার অভাবে যা হয় ।হাংরি জেনারেশন প্রথম আঘাত করেছে এই সীমাবদ্ধতার উপর ,সমবেত আর্তনাদের মধ্যেই ভেঙে ফেলেছে সেই রুদ্ধ দরজা ,বাংলা সাহিত্যে আরও একবার প্রবেশ করেছে এই সময়ের পৃথিবী ; যাকে আর অস্বীকার করা যায় না ।''
অরুনেশ ঘোষ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন