মঙ্গলবার

অভিজিৎ গাঙ্গুলি : বিনয় মজুমদার ও হাংরি আন্দোলন

জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি…._/”\_
বিনয় মজুমদার বা মংটু (জন্ম:১৭ সেপ্টেম্বর, ১৯৩৪- মৃত্যু: ১১ ডিসেম্বর, ২০০৬) একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি ও ইঞ্জিনিয়ার।১৯৫৮ সালের জানুয়ারি মাসে, অর্থাৎ ছাত্রজীবন সমাপ্ত হবার কয়েকমাস পরেই এনবিএ থেকে প্রকাশিত হয় "অতীতের পৃথিবী" নামক একটি অনুবাদ গ্রন্থ। এই বছরেই গ্রন্থজগৎ থেকে বের হয় তাঁর প্রথম কাব্য গ্রন্থ 'নক্ষত্রের আলোয়'।তিনি মোট বিশটির কাছাকাছি কাব্যগ্রন্থ লিখেছেন। যার মধ্যে "ফিরে এসো চাকা" তাঁকে সবচেয়ে বেশি খ্যাতি দিয়েছে।তার মৃত্যুর কয়েক বছর আগে তাঁকে দুটি বড় পুরস্কার দেওয়া হয়, রবীন্দ্র পুরস্কার এবং একাডেমি পুরস্কার।

Remembering and Paying Tribute on Birth Anniversary ..... _/"\_
Binoy Majumdar (17 September 1934 - 11 December 2006) was a Bengali poet. During the 1960s he had joined the Hungry generation movement for a short time but departed because of differences with its leader Shakti Chattopadhyay. However, he had published several poems in the Hungryalist bulletins and one of them viz., 'Ekti Ujwal Maach' became quite famous and popular among academicians. The period from 1958-1962 saw Binoy's poetry thrive. Apart from Phire Esho, Chaka, he wrote other books, such as: Nakshatrer Aaloy (In the light of the stars), Eeshwariyo (Godly), Adhikantu (Excessive), Aghraaner Anubhutimala (The emotions of the month of Aghran), Balmikir Kabita (The Poetry of Balmiki). An anthology of Binoy's poems was published by Dey's Publishing House of Calcutta under the name Binoy Majumdarer Srestho Kabita (Selected Poems of Binoy Majumdar) in 1981.Binoy's poetry has been appreciated by literary critics. He won several awards such as Rabindra Puraskar,Sudhindranath Dutta Puraskar,Krittibas Puraskar etc., and the most notable award being the Sahitya Academy Award in 2005, just a year before his death.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন