বুধবার

সন্দীপ প্রামাণিক : হাংরি এখনো ভাবায়

হাংরি এখনো ভাবায়..
কিন্তু..
কবি মলয় রায়চৈধুরীর -প্রচন্ড বৈদুতিক ছুতার পড়ে যেমন মনে হয় এই কবিতা টি হাংরি আন্দোলনের সামিল সে রকমই আমার চির প্রিয় কবি বিনয় মজুমদারের কবিতা -একটি উজ্জ্বল মাছ পড়ে ততটা মনে হয় না যে এটি এক হাংরি যুগের কবিতা।
বরং তাঁর অন্য অনেক কবিতাই আছে যেখানে এই আভাস পাওয়া যায়।
প্রসঙ্গত বলে রাখি আমার আর এক প্রিয় কবি অনীক রুদ্রের সাম্প্রতিকতম কিছু কবিতায় বেশ প্রকটভাবে হাংরিইসমে্র ছোঁয়া পায়..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন