মঙ্গলবার

ফালগুনী রায় সম্পর্কে অরুণেশ ঘোষ

"অসংখ পদ্য লেখা হলো গত ত্রিশ বছরে। নামহীন যুবকেরা ভিড় করে এসেছে এখানে, সময়ের শরীরে একটা ছাপ ফেলে চলে যেতে চায় তারা। মুখ ফোলা, চোখে করুণ দৃষ্টি, গলায় স্বর ভেঙে পড়া এরা কোন সাহস নিয়ে আসেনি (এদের না আছে সৃষ্টি করার ক্ষমতা, না আছে ধ্বংস করার ক্ষমতা), উঁচু গলায় কথা বলার সাহস এদের নাই। এরা এসেছে পা রাখবার মত সামান্য একটু জায়গা পাওয়ার জন্য, বিনীতভাবে। ফালগুনীর সাহস তাদের স্তম্ভিত করে দেয় - আজ তার মৃত্যুর পর, তার আত্মার একটি টুকরোকে খাদ্য হিসাবে পেতে এইসব ছোট কবিরা মুখ বাড়িয়ে আছে। কিন্তু ঐ পথে চলার সাহস ও শক্তি আছে ক'জনের? ক'জনের ক্ষমতা আছে ঐ সত্য জীবন যাপন করার? ক'জনের ক্ষমতা আছে জীবনের ঐ সত্যগুলিকে উঁচু কথায় বলার? যদি কারো থাকে, সে এগিয়ে আসুক! " (অরুণেশ ঘোষ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন