হাংরি আন্দোলন মকদ্দমায় শক্তি চট্টোপাধ্যায়ের সাক্ষ্য
পেশকার: এই নিন, গীতার ওপর হাত রাখুন । বলুন, যা বলব ধর্মত সত্য বলব, সত্য বই মিথ্যা বলব না , কিছু গোপন করব না ।শক্তি: যা বলব ধর্মত সত্য বলব, সত্য বই মিথ্যা বলব না, কিছু গোপন করব না ।
পেশকার: নাম বলুন ।
শক্তি: শক্তি চট্টোপাধ্যায় ।
বিচারক অমল মিত্র: কী কাজ করেন তাই বলুন । হোয়াট ইজ ইয়োর লাইভলিহুড?
শক্তি: লেখালিখিই করি । এটাই জীবিকা ।
সরকারি উকিল: আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আপনি তো একজন বি. এ?
শক্তি: হ্যাঁ, পরীক্ষা দিয়েছিলাম।
বিচারক অমল মিত্র: আপনি বি.এ. কি না তাই বলুন । আপনি কি স্নাতক?
শক্তি: আজ্ঞে না ।
সরকারি উকিল: আপনি তো প্রথম থেকে হাংরি জেনারেশানের সঙ্গে যুক্ত ছিলেন, তাই না ?
শক্তি: ছিলাম ।
সরকারি উকিল: কী ভাবে ছিলেন সেটা ইয়োর অনারকে বুঝিয়ে বলুন তো ।
শক্তি: সমীরের ছোট ভাই মলয় ইংরেজ কবি চসার আর জার্মান ফোলিজফার অসওয়াল্ড স্পেংলারের আইডিয়া থেকে একটা নন্দনতত্ব দিয়েছিল । সেই আইডিয়া ফলো করে আমরা কয়েকজন মিলে আন্দোলনটা আরম্ভ করি ।
সরকারি উকিল: আসামী মলয় রায়চৌধুরীকে তাহলে চেনেন ? কবে থেকে চেনেন?
শক্তি: হ্যাঁ চিনি । অনেক কাল থেকে ।
সরকারি উকিল: কী ভাবে জানাশোনা হল?
শক্তি: ওর বড় ভাই সমীর আমার ঘনিষ্ঠ বন্ধু । সমীরের চাইবাসার বাড়িতে থাকার সময়ে আমি প্রচুর লিখতাম । সেই সূত্রে মলয়ের সঙ্গে ওদের পাটনার বাড়িতে পরিচয় ।
সরকারি উকিল: কারা-কারা এই হাংরি জেনারেশান আন্দোলন আরম্ভ করেন?
শক্তি: মলয় রাবচৌধুরী, ওর বড় ভাই সমীর রায়চৌধুরী, হারাধন ধাড়া ওরফে দেবী রায়, উৎপলকুমার বসু আর আমি । ছাপাটাপার খরচ প্রথম থেকে ওরা দু-ভাইই দিয়েছে । পরে আরও অনেকে যোগ দিয়েছিলেন । তাঁদের নাম বলব কী?
সরকারি উকিল: তা আপনি যখন পায়োনিয়ারদের একজন, তখন এই আন্দোলনের সঙ্গে আর সম্পর্ক রাখলেন না কেন?
শক্তি: এমনিই । এখন আমার লেখার কাজ অনেক বেড়ে গেছে ।
বিচারক অমল মিত্র: ইউ মিন দেয়ার ওয়াজ এ ক্ল্যাশ অব ওপিনিয়ন? নট ক্ল্যাশ অব ইগো আই সাপোজ?
শক্তি: আজ্ঞে হ্যাঁ । তাছাড়া এখন আর সময় পাই না ।
সরকারি উকিল: কতদিন হল আপনি হাংরি জেনারেশানের সঙ্গে যুক্ত নন?
শক্তি: প্রায় দেড় বছর ।
সরকারি উকিল: দেখুন তো, হাংরি জেনারেশানের এই সংখ্যাটা পড়েছেন কি না ?
শক্তি: পড়েছি । কবিতা পেলেই পড়ি।
সরকারি উকিল: ‘প্রচন্ড বৈদ্যুতিক ছুতার’ কবিতাটা পড়েছেন কি?
শক্তি: হ্যাঁ । কবিতাটা আমি পড়েছি ।
সরকারি উকিল: পড়ে আপনার কী মনে হয়েছে?
শক্তি: ভালো লাগেনি ।
সরকারি উকিল: ভালো লাগেনি বলতে আপনি অবসিন…..
আসামী পক্ষের উকিল: আই অবজেক্ট তু ইট ইয়োর অনার । হি কান্ট আস্ক লিডিং কোয়েশ্চেন্স ইন সাচ এ ওয়ে ।
সরকারি উকিল: ওয়েল, আই অ্যাম রিফ্রেজিং দি কোয়েশ্চেন । আচ্ছা মিস্টার চ্যাটার্জি, ভালো লাগেনি বলতে আপনি কী বোঝাতে চাইছেন?
শক্তি: ভালো লাগেনি মানে জাস্ট ভালো লাগেনি । কোনো-কোনো কবিতা পড়তে ভালো লাগে, আবার কোনো-কোনো কবিতা পড়তে আমার ভালো লাগে না ।
বিচারক অমল মিত্র: সো দি ডিফারেন্স অব ওপিনিয়ন ওয়াজ বেসড অন লাইকস অ্যান্ড ডিসলাইকস । হেয়ার ইউ মিন দি পোয়েম ডিডন্ট অ্যাপিল টু ইয়োর ইসথেটিক সেনসেস ? শক্তি: ইয়েস স্যার ।
সরকারি উকিল: দ্যাটস অল ।
আসামী পক্ষের উকিল: ক্রসিং হবে না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন