মঙ্গলবার

মলয় রায়চৌধুরীর 'অবন্তিকার শতনাম' কবিতা নিয়ে বিদ্বান মানুষদের তক্কাতক্কি

অবন্তিকার শতনাম
আমি অবন্তিকার দুটো মাইয়ের নাম দিয়েছি কৃষ্ণচূড়া আর রাধাচূড়া...বাঁদিকেরটা আদর করলেই গোলাপি হয়ে যায়...ডানদিকেরটা আদর করলেই হলদেটে রঙ ধরে...বাঁদিকের বোঁটার নাম করেছি কুন্দনন্দিনী...বঙ্কিমের বিষবৃক্ষ তখন ও পড়ছিল চিৎ শুয়ে...ডানদিকের বোঁটার নাম ও নিজেই রেখেছে কর্নেল নীলাদ্রি সরকার যে লোকটা সৈয়দ মুস্তফা সিরাজের ডিটেকটিভ...ডিটেকটিভ বই পড়তে ওর জুড়ি নেই...ছুঁলেই কাঁটা দিয়ে ওঠে তাই...যোগেন চৌধুরীর আঁকা ঝোলা মাই ওর পছন্দ নয়...প্রকাশ কর্মকারের আঁকা কালো কুচকুচে মাই ওর পছন্দ নয়...পেইনটিঙের নাম রাখা গেল না...যোনির কি নাম রাখবো চিন্তা করছিলুম...অবন্তিকা চেঁচিয়ে উঠলো পিকাসো পিকাসো পিকাসো...পিকাসোর যোনির কোনো আদল-আদরা নেই...কখনও বাদামি চুল কখনও কালো কখনও কিউবিক রহস্য...তাহলে ভগাঙ্কুরের...ও বলল সেটা আবার কি জিনিস...ওর হাত দিয়ে ছুঁইয়ে দিতে বলল অমঅমঅমঅম কি দেয়া যায় বলতো...পান্তুয়া চলবে...ধ্যুৎ...রস পানেই পান্তুয়া নাকি আরও কতো রকম মিষ্টি হয়...ছানার পায়েস...নারকেল নাড়ু...রসমালাই...নকশি পিঠা...রাজভোগ...লবঙ্গলতিকা...হলদিরামে ভালো লবঙ্গলতিকা পাওয়া যায়...আমি বললুম স্বাদ কিছুটা নোনতা...ও বলল দুর ছাই আমি নিজে টেস্ট করেছি নাকি যাকগে বাদ দে...হ্যাঁ...এগোই...পাছার কি দুটো নাম হবে...ডিসাইড কর...ডিসাইড কর...তুই কর আমি তো দেখতে পাচ্ছি না...না না ফের ফের...লাবিয়া নোনতা হলেও ওটার নাম দিলুম গোলাপসুন্দরী...পারফেক্ট হয়েছে...তাহলে পাছার একটাই নাম দিই...নরম নরম কোনো নাম...পাসওয়র্ড...ঠিক...এর নাম দেয়া যাক পাসওয়র্ড...ধ্যাৎ...পুরো রোমান্টিক আবহাওয়া ফর্দাফাঁই করে দিচ্ছিস......গ্যাস পাস হয় বলে পাসইয়র্ড হতে যাবে কেন...ছিঃ...তাহলে এর নাম হোক গরমের ছুটি...গরমে বেশ ভাল্লাগে পাউডার মাখিয়ে পাছায় হাত বোলাতে...ওক্কে...তারপর...ঘুমোবো কখন...বাঁ উরুর নাম দিই ককেশিয়া...ডান উরুর নাম দিই লিথুয়ানিয়া...রাশিয়ানদের উরু দারুণ হয় বিশেষ করে শীতকালে যখন ওরা চান করে না...ভোদকা খেয়ে ভরভরিয়ে প্রতিটি রোমকুপ দিয়ে গন্ধ ছাড়ে...শুয়েছিস নাকি কখনও রাশিয়ান মেয়ের সঙ্গে...না কল্পনার যুবতীদের ইচ্ছেমতন হ্যাণ্ডল করা যায়...ছাড় ছাড়...এগো...মানে নামতে থাক...তাড়াতাড়ি কর নইলে গাধার দুলাত্তি দেবো...তা্হলে পায়ের নাম রাখছি জিরাফ...বামপন্হী জিরাফ আর দক্ষিণপন্হী জিরাফ...এবার ওপরে আয়,,,মুখে...ঠোঁট...ঠোঁটের নাম দিই আফ্রিকান সাফারি...আচ্ছা...ঠোঁটের নাম আফীকান সাফারি...ব্লোজবে খণ্ড খণ্ড মাংস ছিঁড়ে খাবো...খাস...থুতনিতে সেকেন্ড চিন...পিৎজা কোক খাওয়া থামা...থুতনির নাম দিই গোলাপজাম...কেন কেন কেন...পরে বলব...এখন দুচোখের নামদিই...শতনাম হলো না তো...চোখ বোজ চোখ বোজ...তুই তো একশোসমগ্র আবার শতনামের কী দরকার...তাহলে আয়...আজ তুই ওপরে না নিচে ?
Comments
অমিত সরকার বটতলার সাহিত্য
Manage
Reply13h
অমিত সরকার কৃপা বসু ওই কারণেই।আপনার লেখার একটা আলাদা মাত্রা আছে।জানিনা কেন লিখছেন না!! চৌধুরী মশাইয়ের লেখাটি ওই বটতলার চটি বইয়ে মেলে।
Manage
Reply13h
Amitava Praharaj · 520 mutual friends
অমিত সরকার নাহ, আপনার না বটতলা, না "চৌধুরী মহাশয়" কোনোটাই পড়া হয়নি ঠিক করে...
তবে বটতলা-বটতলা ভাবার একটা দারুণ ব্যাপার আছে... আমি যা কিছু দেখবো চাইলেই বটতলা ভাবতে পারি... যেমন ধরুন আপনি লিখলেন "মাত্রা", আমি দেখলাম আ-কার গুলো উত্থিত লিঙ্গের মতো ঋজু.. আপনি লিখলেন "মশাই" আমি দেখলাম হ্রস্ব-ই এর মাথায় উড়ছে যৌনকেশ... দেখার ওপরে নির্ভর করে...
Manage
Reply12hEdited
অমিত সরকার দেখুন যেমন খুশি তেমন।ওই লেখাতে সাহিত্যর লেশ নেই।বটতলা আছে।
Manage
Reply12h
Rajarshi De অমিত সরকার বাবু অরিজিনাল "বটতলা"র দু তিনটে বইয়ের নাম বলুন তো যেগুলো আপনি পড়েছেন
Manage
Reply12h
অমিত সরকার আপনি যেগুলো পড়েছেন,তারমধ্যে দু'একটা হয়তো পড়েছি মুড়ির ঠোঙায়...
Manage
Reply12hEdited
Amitava Praharaj · 520 mutual friends
অমিত সরকার তার মানে আপনি পড়েননি... ধারণা থেকে বলছেন.. কারন টেকনিক্যালি বটতলার বই এর কাগজ এত খারাপ যে মুড়ির ঠোঙাতে যায় না...

ধারণা বড়ো বাজে জিনিস জানেন... ধারণার মধ্যে মনের ধরণ লুকিয়ে থাকে... কিঞ্চিৎ ঘাঁটাঘাঁটি না করে ধারণা করলে বড়ো বিপদ... বটতলা না পড়
See more
Manage
Reply12hEdited
Rajarshi De আপনি কি জানেন ১৯ শতকে বাংলার মুদ্রণ ও প্রকাশনা "বটতলা" থেকেই শুরু হয়েছিল? ভারতের মুদ্রণ প্রযুক্তিতে বটতলার অবদান কী? একটু পড়ে নিন না! আর "চৌধুরী মশাই" এর লেখা নিয়ে খিল্লি করার আগে দু একটা বইও তো তাঁর পড়ে দেখতে পারেন অমিত সরকার
Manage
Reply12hEdited
অমিত সরকার Amitava Praharaj এমন দক্ষতা যেন কোনও কালেই না হয়।বটতলারা এখন গ্রামগঞ্জের মেলাতেও মেলে।আর ঠোঙাও হয়।পাঁচটাকার ঘটিগরম ধরে যায়।শহরে না পেলে গ্রামের মেলায় আসুন।দেখতে পাবেন সানিলিওনের উপত্যকার নীচে কত যুবক বটগাছ।ভিমড়ি খাবেন হয় তো!!
Manage
Reply12h
স ন্দী প · 60 mutual friends
অমিত সরকার দাদা আপনার মতবাদকে কুর্নিশ কারন আপনি তো কিছু না পড়েই সমালোচনা করতে ছুটে আসছেন । আমি পুরো লেখাটি পড়েছি । আর পড়ার পর দারুন লেগেছে । একটা কথা বলতে চাই সাহিত্যের ভেদাভেদ হয় না । বটতলা না আমতলা আমি বুঝি না , শুধু জানি লেখাটির পরিপ্রেক্ষিতে শব্দগুলোর প্রয়োজন আছে কি না ।
Manage
Reply11h
স ন্দী প · 60 mutual friends
অনুরোধ করবো পড়াশুনা করে আসুন দয়া করে
Manage
Reply11h
অমিত সরকার যা বলেছি,ঠিক বলেছি।পড়াশুনো নেই আমার,অতি মুখ্খু
Manage
Reply11h
স ন্দী প · 60 mutual friends
ঠিক বলেছেন ? স্বরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্রটি কি তবে বটতলার মন্ত্র দাদা ?
Manage
Reply11h
অমিত সরকার কারন নয়,কারণ।দারুন নয়,দারুণ।
Manage
Reply11h
অমিত সরকার কুচযুগ শোভিত,আর মাই মন্ত্র এক নয়
Manage
Reply11h
স ন্দী প · 60 mutual friends
বাহ রে বাহ । চলিত ভাষায় বললেই আপত্তি ।
Manage
Reply11h
স ন্দী প · 60 mutual friends
বিবর , প্রজাপতি এগুলোকেও কি বটতলা সাহিত্য বলবেন ? বাংলা সাহিত্য কে ঘোমটার আড়ালে কত দিন রাখবেন ? অন্য দেশের সাহিত্য দেখুন , তাদের ক্ষেত্রে কই আওয়াজ তো তোলেন না ।
ভারতের বিভিন্ন ঐতিহাসিক শিল্পকলা আজ বিশ্ব প্রশংসিত । সম্ভবত সেগুলোকেও আপনারা বটতলার কারুকার্য বলে দেবেন কোনদিন ।
Manage
Reply11h
অমিত সরকার স ন্দী প মাইয়ের আগে রাধাচূড়া,কৃষ্ণচূড়া শব্দ দুটির চোখে জল।নতুন রুমাল কিনে মুছে দিন।অবশ্য কেউ কেউ আধশুকনো ন্যাপকিনও ব্যবহার করতে পারে! কী যুক্তি মাই-রী
Manage
Reply11h
অমিত সরকার কোথায় শিমুল তুলোর লেপ,আর কোথায় শ্মশান কাপড়ের বালাপোস!!
Manage
Reply11h
অমিত সরকার প্রজাপতি,বিবর এর সাহিত্য দম আছে।
Manage
Reply11h
স ন্দী প · 60 mutual friends
ওহ তার মানে দম নির্ধারণ করে কোনটি বটতলা আর কোনটি আমতলার সাহিত্য । কিছু বলার নেই আপনাকে , শুধু সহানুভূতি ছাড়া
Manage
Reply11h
অমিত সরকার নিজেকে সহানুভূতি প্রেরণ করুন।আমার ওইডার দরকার লাগে না।
Manage
Reply11h
স ন্দী প · 60 mutual friends
সে তো করতেই হয় , যে আপনার মত বিশ্লেষক আছে এই বাংলায় যে গ্রামের নামটুকুও ডোবাচ্ছে । মশাই আপনি নিজেকে গ্রামের ছেলে বলেছেন , বেশ কথা , আমিও গ্রামের ছেলে , আর গ্রামীন ভাষায় লেখা প্রচুর কবিতা পড়েছি যেগুলো আপনার হজম হবে না ।
Manage
Reply11h
অমিত সরকার আপনি জ্যোতিষচর্চা করুন।কাজে দেবে।
Manage
Reply11h
স ন্দী প · 60 mutual friends
আপনার এডভাইস আপনার কাছেই রাখুন । আমি যার তার কাছে এডভাইস নিই না । ঐডা আমার সয় না
Manage
Reply11hEdited
অমিত সরকার স ন্দী প হজম আপনার খুব ভালো হয়,দেহখান দেইখলেই আলবাত মালুম হয়....হজম কমান,প্রাণ বাঁচান...!!!
Manage
Reply11h
স ন্দী প · 60 mutual friends
আমার মনে হয় আমার প্রাণ ঠিকই বেঁচে যাবে । আপাতত নিজের মাথার ট্রিটমেন্ট করান আগে ।
Manage
Reply11h
অমিত সরকার মাথা ঠিকোই আচে।আপনি এয়েচেন তো!
Manage
Reply10h
অমিত সরকার সন্দীপ বাবু পালাইলেন ক্যা?
Manage
Reply10h
অমিত সরকার স ন্দী প কই গেলেন?
Ram Krishna Bag · 18 mutual friends
ইয়েস! আরও একবার
প্রচন্ড বৈদ্যুতিক ছু-তার!!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন