হাংরি আন্দোলনে পুরধা কবি মলয় রায় চৌধুরী কে জন্মদিনে স্মরন GNE Bangla. কলম ধরলেন- শেখর মাহাত
"কালের দিক থেকে মহাযুদ্ধ পরবর্তী ভাবের দিক থেকে রবীন্দ্রপ্রভাব মুক্ত ৷ বিশ শতকে ষাটের দশকে সমাজ জীবনের বিপর্যয় ও সংঘাত নিয়েই হাংরি আন্দোলনের জন্ম ৷ স্বাধীনতার পর শাস্ত্র বিরোধী কবিতা আন্দোলন ৷
'একদিন আচমকা চূরমার হয়ে গেলুম কবি জিওফ্রে চসার"—in the soure hungry time , আবার সাওয়ার হাংরি টাইম ৷ মগজে চেপে বসে গেল হাংরি কথাটা"৷ মলয় রায় চৌধুরি বলেছিলেন , ইচ্ছে করে সচেতনায়, সম্পূর্নরূপে আরন্যরূপে বর্বরতার মধ্যে মুক্ত কাব্যিক প্রঞ্জার নিষ্ঠুরতার দাবির কাছে আত্মসমর্পনই কবিতা ৷ হাংরি জেনারেশন এর কবিতা যেমন সংস্কার কে নাড়িয়ে দেয়, তেমনি এদের পোশাক,পরিচ্ছেদ, জীবন চর্চা ছিল অদ্ভুত, এদিক থেকে বিচার করেই হয়তো কেউ কেউ তাঁদের য়ুরোপের বীটনিক বা আংরি গোষ্ঠীর প্রভাতজাত ৷
দেবী রায়ের সম্পদনায় শক্তি চট্টোপাধ্যায় নেতৃত্বে মলয় রায় চৌধুরী প্রচেষ্টায় ১৯৬২ সালের এপ্রিল মাসে 'হাংরি জেনারেশন' পত্রিকা প্রকাশিত হয় ৷১৯৬৪সালে হাংরি জেনারেশন' পত্রিকার বিরদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করেন -মলয় রায় চৌধুরীর বিরদ্ধে মামলা দায়ের হয় ৷ অবশ্যই মামলা কোটে টেকে নি ৷ সমাজের ভন্ডামি বিরদ্ধে রুখে দাঁড়াতে চাইলেও এঁদের আচার-আচরন, উদ্দমতা ও বিদ্রোহ জানাবার ভাষা সব সময় ছিল না ৷ (১৯৬১-১৯৬৫ ) পাঁচ বছর স্থায়ী হয়েছিল হাংরি আন্দোলন ৷
মলয় রায় চৌধুরী ও হাংরি আন্দোলন একে অন্যের পরিপূরক ৷ সাহিত্যে নতূনত্ব ৷ বিশ্ব কে নতূন করে চিনিবার নাম কবি মলয় রায় চৌধুরী ৷
জন্ম দিনে কবি ভালো থাকুন সুস্থ থাকুন ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন