প্রিয় বাসুদেব
তোমার ১৬ তারিখের পোস্টকার্ড পেয়েছি । মলয়ের খবর জেনেছ নিশ্চয়ই । ওর আসার কথা কোলকাতায় । সুভাষের সঙ্গে গতকাল দেখা হয়েছে, জানালো মলয় অফিসে জয়েন করে আসবে -- তার জন্য সার্টিফায়েড কপির দরকার । কোলকাতা কেমন ঠাণ্ডা মেরে গেছে । আমাদের বিরুদ্ধে আক্রমণ তীব্র হয়ে উঠেছে । ত্রিদিব আজ জানালো, ওকে ৩/৪ দিন আগে কলেজ স্ট্রিটে ধরেছিল এবং শাসিয়েছে, "এদিকে আসা বন্ধ করে দেব" বলে । এইসব চলছে ।
"জেব্রা"র পোস্টার করো তিনটে - বড় সাইজের । লেখকসূচীর নামগুলো দিও । মঙ্গলবার বা শনিবার নাগাদ বেরিয়ে পড়বে মনে হয় । ভালোবাসা নিও । শারীরিক ও মানসিক দু'দিক দিয়েই আমি ভালো নেই ।
সুবিমল
৬ আগস্ট ১৯৬৭
তোমার ১৬ তারিখের পোস্টকার্ড পেয়েছি । মলয়ের খবর জেনেছ নিশ্চয়ই । ওর আসার কথা কোলকাতায় । সুভাষের সঙ্গে গতকাল দেখা হয়েছে, জানালো মলয় অফিসে জয়েন করে আসবে -- তার জন্য সার্টিফায়েড কপির দরকার । কোলকাতা কেমন ঠাণ্ডা মেরে গেছে । আমাদের বিরুদ্ধে আক্রমণ তীব্র হয়ে উঠেছে । ত্রিদিব আজ জানালো, ওকে ৩/৪ দিন আগে কলেজ স্ট্রিটে ধরেছিল এবং শাসিয়েছে, "এদিকে আসা বন্ধ করে দেব" বলে । এইসব চলছে ।
"জেব্রা"র পোস্টার করো তিনটে - বড় সাইজের । লেখকসূচীর নামগুলো দিও । মঙ্গলবার বা শনিবার নাগাদ বেরিয়ে পড়বে মনে হয় । ভালোবাসা নিও । শারীরিক ও মানসিক দু'দিক দিয়েই আমি ভালো নেই ।
সুবিমল
৬ আগস্ট ১৯৬৭
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন