শুক্রবার

সুনীল গঙ্গোপাধ্যায়কে হাংরি লেখক বাসুদেব দাশগুপ্তের চিঠি -- সংকলনে গল্পের অনুরোধ প্রত্যাখ্যান

সুনীলবাবু
আপনার চিঠি পেলাম । নানান বাজে কাজে ব্যস্ত থাকার দরুন উত্তর দিতে একটু দেরী হল । আমার লেখা আপনার অনেকদিন থেকেই ভালো লাগে জেনে খুশি হলাম । আপনার মতো একজন নামী পাঠক পাওয়া আনন্দেরই কথা । "আজকের গল্প" কোন সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদনা করছেন ? ইনিই কি তিনি যিনি আমেরিকা থেকে ফিরে এসে রূপচাঁদ পক্ষীর হয়ে হাংরি জেনারেশন সম্পর্কে কুৎসিত মন্তব্য করেছিলেন ? ইনিই কি তিনি যিনি কৃত্তিবাসের একটি সংখ্যায় হাংরিদের তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন ?
ইনিই কি ছদ্মবেশী সনাতন পাঠক যিনি দেশের পাতায় লিখেছিলেন "এদের লেখা কিশোর বয়সের ডায়েরি মাত্র" ? যদি তাই হয়, এই সুনীল গঙ্গোপাধ্যায় তার সম্পাদিত সংকলনের যোগ্যতা হারিয়েছেন ।
                                            নমস্কারান্তে
                                             বাসুদেব দাশগুপ্ত
                                             ১২ জুলাই ১৯৬৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন