অধুনা, ১৭/১ডি, সূর্য সেন স্ট্রিট
কলকাতা -- ১২
প্রিয় বাসুদেব
"আজকের গল্প" নামে একটি গল্প সংকলন প্রকাশিত হবে শিগগিরই । 'অধুনা' এটি প্রকাশ করছেন । এতে সাম্প্রতিক কালের লেখকদের গল্প থাকবে, কোনোক্রমে আমি এর সম্পাদক । আমার ইচ্ছে, এতে আপনার একটি গল্প থাকুক । আপনার গল্প আমার অনেকদিন থেকেই ভালো লাগে । আপনার 'রিপুতাড়িত' গল্পটি আমি এই সংকলনে রাখতে চাই । আশা করি এতে আপনার কোনো আপত্তি হবে না । অবিলম্বে আপনার সন্মতি জানালে খুব ভালো হয় ।
ভালোবাসা নেবেন
সুনীল গঙ্গোপাধ্যায়
২৮ জুন ১৯৬৮
পুনশ্চ : যদি আপনার সন্মতি থাকে, আশা করি নিশ্চয়ই থাকবে, তবে আপনার জীবন সম্পর্কে কয়েকটি তথ্য যেমন খুশি উপায়ে জানাবে ।
( বাসুদেব দাশগুপ্ত সুনীল গঙ্গোপাধ্যায়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন । সুনীল গঙ্গোপাধ্যায় সেসব কথা নিজের জীবনী থেকে বাদ দিয়েছেন । )
কলকাতা -- ১২
প্রিয় বাসুদেব
"আজকের গল্প" নামে একটি গল্প সংকলন প্রকাশিত হবে শিগগিরই । 'অধুনা' এটি প্রকাশ করছেন । এতে সাম্প্রতিক কালের লেখকদের গল্প থাকবে, কোনোক্রমে আমি এর সম্পাদক । আমার ইচ্ছে, এতে আপনার একটি গল্প থাকুক । আপনার গল্প আমার অনেকদিন থেকেই ভালো লাগে । আপনার 'রিপুতাড়িত' গল্পটি আমি এই সংকলনে রাখতে চাই । আশা করি এতে আপনার কোনো আপত্তি হবে না । অবিলম্বে আপনার সন্মতি জানালে খুব ভালো হয় ।
ভালোবাসা নেবেন
সুনীল গঙ্গোপাধ্যায়
২৮ জুন ১৯৬৮
পুনশ্চ : যদি আপনার সন্মতি থাকে, আশা করি নিশ্চয়ই থাকবে, তবে আপনার জীবন সম্পর্কে কয়েকটি তথ্য যেমন খুশি উপায়ে জানাবে ।
( বাসুদেব দাশগুপ্ত সুনীল গঙ্গোপাধ্যায়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন । সুনীল গঙ্গোপাধ্যায় সেসব কথা নিজের জীবনী থেকে বাদ দিয়েছেন । )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন