রবিবার

মৌলবাদী ফতোয়া

 

www.bangla-kobita.com

প্রিয় মলয় রায়চৌধুরী,


বাংলা-কবিতা ওয়েবসাইটে আপনার কবিতা প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার বিশেষ কারণবশত: ব্যান করা হয়েছে। ব্যানের কারণ নিচে দেয়া হল।


  • বাংলা কবিতার আসরের নিয়মাবলীর খ) এর ৪ নং এবং ৫ নং ধারানুযায়ী এই কবিতা এক্ষুনি ব্যানযোগ্য। <br />সহ মোডারেটর বন্ধুদের বিবেচনা করার অনুরোধ জানালাম।যে যত বড়ই <br />হোক না কেন নিয়ম সবার জন্যে প্রযোজ্য। <br />কবি মলয় চৌধুরী এই আসরে লিখছেন বলেই তার লেখায় নিয়মভঙ্গের <br />অভিযোগ না দেওয়া পরোক্ষে যাদের লেখা একই কারণে(নিয়মভঙ্গ) ব্যান করা হয়েছে তাদের প্রতি অবিচার করার সমান হবে।ধন্যবাদ। <br /> <br /> <br />

  • কবিতা আসরের নিয়মাবলী (খ) ৪ এবং ৫ এর লঙ্ঘন। ব্যান করা হোক।

  • দুইজন ছাড়া এখনো কোন মডারেটর এই কবিতার নিয়মভঙ্গের কথা এবং <br />ব্যান করার কথা বলছেন না।কি আশ্চর্য! নিয়মাবলী কি বদলে গেছে নাকি <br />কবি মলয় রায়চৌধুরী বশীকরণ করেছেন? <br />এই কবিতা আগে উল্লেখিত নিয়ম লংঘনের জন্যে ব্যানযোগ্য।

  • মানুষ তার নিজের শরীর সম্বন্ধে ওয়াকিবহাল আর সেই কারনেই সুন্দর এবং বহুমূল্য বস্ত্রে আবৃত করে রাখে যাতে মানসিক বিশৃঙ্খলায় সামাজিক দৃশ্য দূষণ না হয়। <br /> <br />কোন বইয়ে, কোন পত্রিকায় কি ছাপা হয় বা হবে তা সেই প্রকাশনীর সম্পাদক বা সম্পাদক মণ্ডলী ভাব্বেন। কেউ যদি নিজেকে খুব শক্তিশালী মনে করে থাকেন তবে তিনি নিজ উদ্যোগে এমন একটা মঞ্চ তৈরি করে আরো প্রিয় শব্দের জয় ধজ্জা উড়িয়ে মহান হতেই পারেন। <br />এই আসরের নিয়মাবলী অনুযায়ী (খ) এর ৪ এবং ৫ নম্বর ধারা অনুযায়ী অবিলম্বে এই লেখা বাতিল বলে গণ্য করা হোক।



এনিয়ে আত্মপক্ষ সমর্থন করে আপনার কিছু বলার থাকলে ইমেইলে আমাদের জানাবেন। ধন্যবাদ।



বাংলা-কবিতা কর্তৃপক্ষ


bangla-kobita.com <admin@bangla-kobita.com>


Sun, Sep 11, 4:22 PM (18 hours ago)








to me


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন