বৃহস্পতিবার

মোহনা সেতুর কন্ঠে মলয় রায়চৌধুরীর "প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার"

যদি আমায় জিজ্ঞাসা করা হয়, আমি সবথেকে বেশি কোন কবিতা পড়েছি তবে আমি দুইটা কবিতার নাম বলব। এক. বিদ্রোহী ; দুই. প্রচন্ড বৈদ্যুতিক ছুতার।
৯০ লাইনের দীর্ঘ কবিতা মুখস্ত হয়ে গিয়েছে পড়তে পড়তে।
অবশ্য এই কবিতা কোনো পুরুষেরই।
আমি যেহেতু সমপ্রেমী না সেহেতু একজন নারীকে যোনী মেলে ধরার কথা বলতে পারি না। কিন্তু কবিতাটি আমার এত পছন্দ যে এসমস্ত কিছুকে পাত্তা দিলাম না।
"কেউ কথা রাখেনি " কবিতা যখন আমিসহ অনেক নারী পাঠ করতে বলি, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ, এখনো সে যেকোনো নারী__ তখন এই কবিতায় বাধ্যবাধকতা থাকার কথা না।
-7:12

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন